বুড়িমারী স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের পাল্টাপাল্টি কমিটি
লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তর বুড়িমারী স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ৪ আগস্ট একটি কমিটি গঠনের পর শনিবার (৭ আগস্ট) দুপুরে বুড়িমারী স্থলবন্দরে আরও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সায়েদুজ্জামান সাঈদকে সভাপতি ও মাহমুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এর আগে বুধবার (৪ আগস্ট) বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে ৪৮ জন সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটি নির্ধারণে অংশগ্রহণ করে। এতে আগামী দুবছরের জন্য সর্বসম্মতিক্রমে মেসার্স রুহুল আমীন বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমীন বাবুলকে সভাপতি ও মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘বুড়িমারী স্থল বন্দরে ব্যবসা করতে এসেছি, রাজনীতি করতে নয়। যে কমিটি ভালো নেতৃত্ব দিতে পারবে তার সঙ্গেই আমরা আছি।’
এ বিষয়ে মেসার্স রুহুল আমীন বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমীন বাবুল বলেন, ‘একটি পক্ষ বুড়িমারী স্থলবন্দরে যে কমিটি হয়েছে সেখানে কোনো ব্যবসায়ী ছিল না। এই কমিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গঠন করা হয়েছে।’
এ বিষয়ে জানতে অপর কমিটির সভাপতি মো. সায়েদুজ্জামান সাঈদের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রবিউল হাসান/এসজে/এমএস