পুলিশকে ধাক্কা দিয়ে পালালেন ৮ মাদক মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৮ আগস্ট ২০২১
মাদকসহ গ্রেফতার পালিয়ে যাওয়া রাব্বানীর স্ত্রী জাকিয়া

রাজশাহীর দুর্গাপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানীর (৩৮) বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান তিনি। তবে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ আটক করা হয় রাব্বানীর স্ত্রী জাকেরা বেগম ওরফে জাকিয়াকে (২৮)।

মাদক মামলায় তকে গ্রেফতার দেখিয়ে রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা নাপিতপাড়া গ্রামে গোলাম রাব্বানীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যান তিনি। পরে রাব্বানীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইন, ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী জাকিয়াকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ বাদী হয়ে রাব্বানী ও জাকিয়ার নামে মাদকদ্রব্য আইনে দূর্গাপুর থানায় একটি মামলা করে।

ওসি আরও জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি এলাকায় শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাব্বানীর স্ত্রী জাকিয়াকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফয়সাল আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।