কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৯ আগস্ট ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলায় বন্দি এক আসামি মারা গেছেন। রোববার (৮ আগস্ট) রাতে তার মৃত্যু হয় বলে কারাগার সূত্রে জানা যায়।

ওই বন্দির নাম শরিফুল ইসলাম হিজু (৩৫)। তিনি যশোরের চৌগাছা থানার হাঘাটি চান্দ্রাপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালের ২৯ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনা হয় শরিফুল ইসলামকে। একই বছরের ২০ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, রোববার (৮ আগস্ট) রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৮টার দিকে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মো. আমিনুল ইসলাম/এফআর/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।