ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৯ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

ঝালকাঠি সদরের সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জালাল সিকদার ওই গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।

জালাল সিকদারের স্বজন আবু সুফিয়ান মিন্টু জানান, আমন বীজ রোপণের জন্য সকালে জমিতে কাজ করতে যান জালাল। এসময় পড়ে থাকা তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশের জমিতে কাজ করা শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এফআর/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।