কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ সন্ত্রাসী দেলু আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (টেকনাফ) কক্সবাজার
প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৯ আগস্ট ২০২১

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন (২৫) ওরফে দেলুকে আটক করেছে কক্সবাজার-১৪ এপিবিএন সদস্যরা।

রোববার (৮ আগস্ট) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কুতুপালং ডিমান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পের জি ব্লকের (এম আর সি ৩৭৫০) বশির আহমেদের ছেলে। দেলু ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিল মোহাম্মদ হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি দেলু ক্যাম্পে অবস্থান করছে। পরে রাতে কুতুপালং ডিমান্ড মোড়ে অভিযান চালিয়ে দেলুকে আটক করা হয়। এসময় তার সহযোগীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে চার সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপিবিএন সদস্যরা ফাঁকা গুলি করে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।