উখিয়ায় ৩৩ স্বর্ণবারসহ রোহিঙ্গা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৯ আগস্ট ২০২১

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে ৩৩ স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন (৬৫) নামের এক রোহিঙ্গা বৃদ্ধকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার (৯ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নাল আবেদীন নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে শূন্য রেখায় বসবাস করেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৬টায় এক রোহিঙ্গা বৃদ্ধ মিয়ানমার সীমান্ত থেকে কুতুপালংয়ের দিকে পায়ে হেঁটে যাচ্ছিল। তাকে সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশি করা হয়। তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘আটক বৃদ্ধের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে।’

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।