ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৯ আগস্ট ২০২১

দিনাজপুরের বীরগঞ্জের কুড়িটাকিয়া ব্রিজ ভেঙে পড়ার সাত দিনেও কাঠের ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়নি। এ ঘটনায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নসহ আশপাশের মানুষের চলাচলের প্রধান সড়কের ওপর নির্মিত কুড়িটাকিয়া ব্রিজটি গত সোমবার (২ আগস্ট) ভেঙে পড়ে। এতে উপজেলা সদরের সঙ্গ ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের ও প্রকৌশলী আব্দুল মান্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে কাঠের ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

jagonews24

কাঠের ব্রিজ নির্মাণে আসা নাম জানাতে অনিচ্ছুক এক মিস্ত্রি জানান, ব্রিজটি নির্মাণে ২৬ ফুট লম্বা খুঁটি লাগবে। কিন্তু উপজেলার কোথাও এ ধরনের খুঁটি পাওয়া যাচ্ছেনা। কাঠের ব্রিজ তৈরিতে কমপক্ষে তিন লাখ টাকার প্রয়োজন। সে টাকা নিয়েও উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের মধ্যে ঠেলাঠেলি চলছে।

jagonews24

এদিকে সরেজমিনে দেখা যায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাঁশের সাঁকো দিয়ে কোনো মতে পারাপার হচ্ছেন মানুষ। বৃষ্টির পানি বাড়লে সাঁকোটি যে কোনো সময় তলিয়ে যেতে পারে। তবে, স্থানীয় এমপির ঘোষিত কাঠের সেতু কখন নির্মিত হবে কেউ জানেন না।

স্থানীয় পাল্টাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাঠের ব্রিজটির কাজ শুরু হবে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।