বসতঘরে জুয়ার আসর, ১০ জুয়াড়ি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ আগস্ট ২০২১

রাতে বসতঘরে আসর বসিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ।

সোমবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওই মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল আজাদ (৬০), জয়েন উদ্দিনের ছেলে জনাব আলী (৫৫), আব্দুল লতিফের ছেলে জনাব আলী (৫০), কায়েম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান(৪৫), মকবুল হোসেনের ছেলে আবু রায়হান (৩২), নাজমুল হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫), রহম আলীর ছেলে মজনু মিয়া (৪০), আব্দুর সাত্তার হোসেনের ছেলে পল্লব মিয়া (৫০), আইজ উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৫০), মশিউর রহমানের ছেলে সাধন মন্ডল (৩৫)।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘গভীর রাতে বসতঘরে আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়। রাতেই তাদের নামে জুয়া আইনে মামলা করা হয়। সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যেমে তাদের কারাগারে পাঠানো হয়।’

এমদাদুল হক মিলন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।