চা শ্রমিককে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা তদন্তে কমিটি
হবিগঞ্জের বাহুবলে এক মিনিটে চা শ্রমিককে করোনার দুই ডোজ টিকা দেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানিয়া আফরোজকে। কমিটিকে বিষয়টি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ।
তিনি বলেন, ‘টিকাগ্রহীতা চা শ্রমিক এখনো আমাদের তত্ত্বাবধানে আছেন। তিনি সুস্থ আছেন। সার্বক্ষণিক তার খবরাখবর রাখা হচ্ছে। বিষয়টি কীভাবে হলো আসল ঘটনাটি জানা দরকার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
ওই চা শ্রমিককে দুই ডোজ টিকা দেয়ার বিষয়ে জানতে চাইলে টিকাদানকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লুৎফা বেগম বলেন, ‘এটি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছি। কীভাবে হয়েছে তা সেখান থেকেই জানতে পারবেন।’ এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
একই স্থানে দায়িত্ব পালনকারী সিনিয়র স্টাফ নার্স মোছা. আছমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।।
উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান চা শ্রমিক রবি কালিন্দী (৫৪)। তার নামে করা রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে তাকে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসেছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন। লাইনে দাঁড়ানো অন্যরা বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম