ফেনীতে মাদকসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১২ এএম, ১০ আগস্ট ২০২১

ফেনীতে বিপুল পরিমাণ মাদকসহ মো. জুয়েল হোসেন (৩০) নামের ১৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ এলাকার মথুরাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এম রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে র্যাবকে দেখে দৌড়ে পালানোর সময় জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২ কেজি গাঁজা, ৩২ বোতল মদ ও এক হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৯ হাজার টাকা। তার বিরুদ্ধে আদালতে ১৪ টি মামলা বিচারাধীন রয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।