চাঁদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১০ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান।

সোমবার (৯ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এতথ্য নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন-নূরজাহান (৬৫), সাফিয়া বেগম (৭৫), মাজেদা বেগম (৬৪) ও রওশন আরা (৫৫)। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন-দেলোয়ার (৫৪) ও মজিবুর রহমান (৫০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, চাঁদপুরে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন। নতুন করে আরও ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।