মির্জাপুরে নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:০২ পিএম, ১০ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন জামা কিনে না পেয়ে তাসলিমা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই কিশোরী সোমবার রাতে নিজ ঘরের চালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ জানায়, তাসলিমা আক্তার কয়েকদিন ধরে তার মায়ের কাছে নতুন জামা কিনে দিতে বায়না করে। মা তাকে লকডাউনের কারণে পরে কিনে দেয়ার আশ্বাস দেয়। প্রতিদিনের মতো তাসলিমা সোমবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন জানালা দিয়ে গলায় ফাঁস দিয়ে তাসলিমাকে ঝুলতে দেখেন। লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, পরিবারের লোকজন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করে। পরে ওসি স্যারের নির্দেশে পরিবারের লোকজন তাসলিমার মরদেহ দাফন করে।

এস এম এরশাদ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।