যশোরে প্রাণ গেল আরও ৫ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৭ জন।

বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ১০৯ জন, মারা গেছেন ৪০৮ জন আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৯২ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনা আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে পাঁচ জনের মৃত্য হয়েছে। উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। হাসপাতোলে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯০ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রেড জোনে ৭১ এবং ইয়েলো জোনে আছেন ১৯ জন।

মিলন রহমান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।