চাঁদপুরে করোনা টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ, চলবে দ্বিতীয় ডোজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁদপুরে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত টিকা মজুদ না থাকায় থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথম ডোজ বন্ধ থাকলেও দ্বিতীয় ডোজ টিকা দেয়া এখনো চালু রয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ বলেন, কবে নাগাদ প্রথম ডোজ টিকা কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

তিনি বলেন, আজ থেকে জেলার কোনো টিকাদানকেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেয়া হবে না। পাশাপাশি মজুদকৃত টিকা থেকে গত দু'একদিনের মধ্যে এসএমএস পাওয়া আগ্রহীদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। তবে মজুদকৃত টিকার পরিমাণ খুব সামান্য।

জেলায় এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা দুই লাখ ৬১ হাজার ৫৪ জন। মঙ্গলবার (১০ আগস্ট) একদিনে টিকা গ্রহণ করেছেন তিন হাজার ৫৬৮ জন। এছাড়াও প্রথম পর্যায়ে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ৭৭ হাজার ৫৮ জন এবং দ্বিতীয় পর্যায়ে রেজিস্ট্রেশন করেন চার লাখ ২০ হাজার ৪৫৪ জন।

উল্লেখ, সাম্প্রতিক সময়ে চাঁদপুরে টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণ ও রেজিস্ট্রেশনের জন্য ভিড় করে অপেক্ষা করতে দেখা গেছে। আর আগ্রহ বৃদ্ধি পাওয়ায় টিকার এই সাময়িক সংকট দেখা দিয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।