চাঁদপুরে আক্রান্ত ও উপসর্গে ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। তাদের মধ্যে পাঁচজন আক্রান্ত এবং সাতজন উপসর্গে মারা গেছেন।

বুধবার (১১ আগস্ট) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৪ জন।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।