বগুড়ায় গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১১ আগস্ট ২০২১

বগুড়ার সোনাতলায় ১৪ কেজি ওজনের গাঁজার গাছসহ উজ্জল কাজী (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে উপজেলার নিশ্চিতপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

উজ্জল নিশ্চিতপুর উত্তরপাড়া গ্রাম মৃত বাচ্চুর ছেলে। তার নিজ বাড়ির আঙিনা থেকেই গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, মাদক মামলায় উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।