বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১১ আগস্ট ২০২১

দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে ফরিদুল ইমলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে শহরের কাঞ্চনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরিদুল ইসলাম শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ২৫ ফেব্রুয়ারি ওই যুবতীকে (২৬) দিনাজপুরের সিটিপার্কে বেড়াতে নিয়ে যান ফরিদুল। বিয়ের প্রলোভন দেখিয়ে সিটিপার্কের একটি রুমে তাকে ধর্ষণ করেন। এ সময় ফরিদুল গোপনে মোবাইলে সেই ভিডিও ধারণ করেন। এরপর থেকে ওই যুবতীকে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ৬ আগস্ট ওই যুবতী বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

তিনি আরও জানান, অভিযোগের পর মঙ্গলবার রাতে কাঞ্চনব্রিজ এলাকা থেকে ফরিদুল ইমলামকে গ্রেফতার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চাইলে বিচারক জেলহাজতে পাঠান।

মোজাফ্ফর হোসেন আরও বলেন, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।

এমদাদুল ক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।