বীরগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১১ আগস্ট ২০২১

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বুধবার (১১ আগস্ট) ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজনদের সহযোগিতায় ১৫ লাখ টাকা ব্যয়ে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু করেন তিনি।

এ সময় মনোরঞ্জন শীল গোপাল বলেন, সুন্দর কোনো উদ্যোগ থেমে থাকে না। আজকে বীরগঞ্জ হাসপাতালে বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন স্থাপন তার প্রমাণ। এ সেবা চালু হওয়ার মধ্যদিয়ে অন্তত বীরগঞ্জে আর অক্সিজেনের অভাবে কেউ মারা যাবে না। যে কোনো মূল্যে বীরগঞ্জবাসী এ অক্সিজেন সেবা চালু রাখবে।

jagonews24

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এ সময় বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৩৮ জন রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা সম্ভব হবে। শুধু করোনা মহামারীতে নয়, এটি স্থাপনের ফলে এ এলাকার সাধারণ মানুষ প্রয়োজনে সার্বক্ষণিক অক্সিজেন সেবা পাবেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।