দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১২ আগস্ট ২০২১

দিনাজপুরে ট্রাকচাপায় আব্দুর রহিম মিন্টু চৌধুরী (৫২) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কিষাণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মিন্টু চৌধুরী উপজেলার ৮ নম্বর সাইতেড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, আব্দুর রহিম মিন্টু চৌধুরী দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থান করছিলেন। করোনায় বাড়িতে এসেছিলেন তিনি। লকডাউন শিথিল হওয়ায় আবার কুয়েত ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পাসপোর্ট নবায়ন করতে দিনাজপুর পাসপোর্ট অফিসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

jagonews24

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেলে পাসপোর্ট নবায়নের জন্য চিরিবন্দর থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম মিন্টু চৌধুরী। কিষাণবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।