করোনা : টাঙ্গাইলে আরও ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে একজন মারা যান। একই সময়ে ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফজল আবুল মো. সাহাবুদ্দিন খান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃতরা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১১ দশমিক ১৬ ভাগ। শনাক্তের মধ্যে মির্জাপুরে ১৮ জন, মধুপুরে ১৪ জন, টাঙ্গাইল সদরে ৯জন, নাগরপুরে একজন, দেলদুয়ারে একজন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫১৭ জন। এর মধ্যে টাঙ্গাইল সদরে ছয় হাজার ৪২৩ জন, মির্জাপুরে এক হাজার ৫২৬ জন, কালিহাতীতে এক হাজার ২১৭ জন, ঘাটাইলে এক হাজার ১৫৭ জন, নাগরপুরে ৪৩১ জন, দেলদুয়ারে ৭৯৩ জন, সখীপুরে ৮১৭ জন, বাসাইলে ৪৪২ জন, মধুপুরে ৯৭৮ জন, ভূঞাপুরে ৫৮১ জন, গোপালপুরে ৬৯৪ জন আর ধনবাড়ীতে ৪৫৮ জন রয়েছেন।
জেলায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২১৮ জন। এর মধ্যে টাঙ্গাইল সদরে তিন হাজার ১৯ জন, মির্জাপুরে এক হাজার ৪৩৬ জন, নাগরপুরে ২২৬ জন, দেলদুয়ারে ৩৯৭ জন, সখীপুরে ৪৫৬ জন, বাসাইলে ২৬৬ জন, কালিহাতীতে ৯২৪ জন, ঘাটাইলে ৯৯৮ জন, মধুপুরে ৭২১ জন, ভূঞাপুরে ৩৩১ জন, গোপালপুরে ৪৯৭ জন ও ধনবাড়ীতে ২৫২ জন।
জেলায় মোট মারা গেছেন ২৩৩ জন। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৮১ জন, কালিহাতীতে ২৬ জন, ঘাটাইলে ২০ জন, দেলদুয়ারে ১৯ জন, মির্জাপুরে ১৯ জন, বাসাইলে ১৬ জন, ভূঞাপুরে ১৬ জন, সখীপুরে ১৫ জন, গোপালপুরে ১২ জন, নাগরপুরে চার জন, মধুপুরে চারজন ও ধনবাড়ীতে চার জন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ