পুলিশ সদস্যকে প্রথমে কোভিশিল্ড পরে দেয়া হলো সিনোফার্মের টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌ-পুলিশের এক এসআইকে করোনার দুই কোম্পানির দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দ্বিতীয় ডোজে তাকে সিনোফার্মের বিবিআইবিপি-করভি দিয়েছে স্বাস্থ্যকর্মী। এর আগে প্রথম ডোজে দেয়া হয় অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।

শনিবার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। টিকা গ্রহীতা এএসআই বিদ্যুৎ দাশ উপজেলার কাকাইলছেও নৌ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনির হোসেন।

তিনি বলেন, বিষয়টি সিভিল সার্জন অফিসে অবগত করেছি। তাকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিতে বলা হয়েছে।

এসআই বিদ্যুৎ দাশ জানান, গত ১১ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডে প্রথম ডোজ নেন। পরে মজুদ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ হয়।চার মাস পর শুক্রবার (১৩ আগস্ট) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষুদেবার্তা পান।শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ নিতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাকে সিনোফার্মার ভেরোসেল প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ টিকা কার্ড নিয়ে দেখেন তাকে সিনোফার্মার ভেরোসেল দেয়া হয়েছে।

বিদ্যুৎ দাশ বলেন, টিকা নেয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে বলেছিলাম প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। দ্বিতীয় ডোজও যেন অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেয়া হয়। এমনকি প্রথম ডোজ নেয়ার কার্ডও তকে দিয়েছি। কিন্তু পরে কার্ড হাতে নিয়ে দেখি তিনি সিনোফার্মের ডোজ দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। তিনি বলেছেন পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে। তবে এখনও পর্যন্ত তিনি ভালো আছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।