মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন ঢালী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেহেরকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোতালেব ঢালীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বিকেলে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামার বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে শেহেরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিয়াজ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দুর্ঘটনায় তার দুটি পা ভেঙে গিয়েছিল, মাথায়ও আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ তার স্বজনরা নিয়ে যায়।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।