পূর্ববিরোধের জেরে যুবকের আঙুল কর্তন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৫ আগস্ট ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ববিরোধের জেরে ইয়াকুব হাওলাদার (২৪) নামের এক যুবককে কুপিয়ে বাম হাতের তিন আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় ইয়াকুবের মামাতো ভাই কলেজছাত্র রাকিব মোল্লা এগিয়ে এলে তাকেও (১৯) কুপিয়ে জখম করা হয়।

রোববার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত শিক্ষার্থী রাকিব মোল্লার বাবা সবুজ মোল্লা জানান, এক সপ্তাহ আগে লোন্দা বাজারে গায়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়াকে কেন্দ্র করে শাকিল প্যাদার সঙ্গে ইয়াকুবের বাগবিতণ্ডা হয়। আজ সকালে ইয়াকুব তার মামাতো ভাই রাকিব মোল্লাকে নিয়ে রাকিবের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ করতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে যান। ফরম পূরণ শেষে মোটরসাইকেলযোগে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। টিয়াখালী বাজার এলাকায় পৌঁছালে পূর্ববিরোধের জেরে শাকিল প্যাদা, খোকন প্যাদা, জাকারিয়া ও ফারুক প্যাদাসহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াকুবের ওপর হামলা করেন। এতে তার বাম হাতের তিন আঙুল কেটে যায়। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে রাকিবকেও কুপিয়ে জখম করা হয়।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।