করোনা : দিনাজপুরে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা জানান, এ নিয়ে জেলায় করোনায় ২৭৬ জনের মৃত্যু হলো। অপরদিকে গত ৩২ দিনে করোনা উপসর্গ নিয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৩ জন। সক্রিয় রোগী ৫৪৪ জন। এর মধ্যে ৬৬ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।