তাড়াশে পানির অভাবে পাটজাগ দিতে ভোগান্তি কৃষকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৬ আগস্ট ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে খাল-বিলে পানি না থাকায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। বর্ষার ভরা মৌসুমেও পানি না থাকায় পাটজাগ দিতে পারছেন না চাষিরা। এতে শঙ্কায় রয়েছেন তারা।

স্থানীয়রা জানান, উপজেলার আট ইউনিয়নের খাল-বিল ও নদীতে জাগ দেয়ার মতো পানি না থাকায় কৃষকরা পাট কেটে জমিতে ফেলে রাখছেন। অনেকে ছোট ছোট জলাশয়ে কাদাযুক্ত হাঁটু পানিতে পাটজাগ দিচ্ছেন। এতে পাট পচে দুর্গন্ধ বের হচ্ছে।

তাড়াশ উপজেলার নবীপুর গ্রামের কৃষক আলমগির হোসেন বলেন, প্রয়োজনীয় পানি না পেয়ে নিচু জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে জাগ দিচ্ছেন অনেকে। তবে এতে ফলন ভালো হলেও পর্যাপ্ত পানির অভাবে পাটের আঁশ সোনালি না থেকে রঙ ফ্যাকাসে হয়ে যাচ্ছে।

উপজেলার বানিয়াবহু গ্রামের মিজানুর রহমান বলেন, বর্ষার পানি না থাকায় সড়কের পাশের খাদের পানিতে পাট জাগে ফেলতে হচ্ছে। কম পানিতে জাগ দেয়ায় পাটের আঁশ কালো হয়ে যাচ্ছে। এতে করে কম দামে পাট বিক্রি করতে হচ্ছে তাদের।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, এ বছর উপজেলায় ৫৯৫ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ। ফলনও ভালো হয়েছে। তবে খাল-বিলে পানি না থাকায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।