বগুড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ গ্রেফতার ৪
বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর চড়াও এবং ধস্তাধস্তির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার মহেষপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাহালু উপজেলার বিশা বড়গাছা গ্রামের আরিফুল ইসলাম (২৩), মহেষপুর গ্রামের রাহাত বাবু (২০), শাজাহানপুর উপজেলার সাবরুলের মিজানুর রহমান (২৪) এবং একই গ্রামের মাহমুদুল হাসান রতন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহেষপুর গ্রামে পরিত্যক্ত একটি চাতালে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন মাদকসেবীকে ধরতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। পরে দুটি বার্মিজ চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরএইচ/এএসএম