পাঁচবিবিতে ট্রাকচাপায় আইনজীবী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

জয়পুরহাটে ট্রাকচাপায় মাসুদ রানা (৩৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা দিনাজপুর সদরের মোকছেদুলের ছেলে। তিনি দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচবিবি থেকে ছেড়ে আসা ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।