বগুড়ার জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. জিয়াউল হক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বর থেকে গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।

শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, জেলা প্রশাসকের অফিসিয়াল নম্বর থেকে সোমবার (১৬ আগস্ট) একটি ফোন আসে। এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে সরকারি প্রকল্প বরাদ্দ পেতে টাকা দাবি করা হয়। সন্দেহ হওয়ায় পরিচয় জানতে চাইলে সংযোগ কেটে দেয়া হয়। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়ে ‘ডিসি বগুড়া’ নামে ফেসবুক পেজে পোস্ট দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তার নম্বর থেকে ফোন করে টাকা চাইলে কাউকে টাকা না দিয়ে তাকে জানাতে অনুরোধ করেন তিনি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।