বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৭ আগস্ট ২০২১

বগুড়ায় প্রেমিক সেজে বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে আহসান হাবিব (২১) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

আহসান হাবিব বগুড়ার গাবতলী উপজেলার তরফমেরু গ্রামের ভোলা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সম্প্রতি আহসান হাবিবের সঙ্গে রংপুর জেলার পীরগঞ্জ থানার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে আহসান হাবিব ওই মেয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও চিত্র ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিতেন। এতে মেয়েটি রাজি না হলে তিনি বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় এবং মেরে ফেলার ভয় দেখান। পরে ওই মেয়ে র‌্যাবকে বিষয়টি জানায়।

সোমবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে বগুড়ার গাবতলী থানা এলাকায় অভিযান চালিয়ে আহসান হাবিবকে আটক করে র‌্যাব। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের বিশেষ মুহূর্তের গোপন ভিডিও চিত্র ধারণ করে রাখতেন। পরবর্তী সময়ে এসব ভিডিও চিত্র ব্ল্যাকমেল করে একাধিকবার শারীরিক সম্পর্ক করতেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আহসান হাবিব এলাকায় বখাটে বলে পরিচিত। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।