মামা শ্বশুরের বাড়িতে ছাগল প্রবেশ করায় গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৮ আগস্ট ২০২১

বগুড়ার আদমদীঘিতে বাড়িতে ছাগল প্রবেশ করার জেরে এক গৃহবধূকে মারধরের পর তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে দুই মামা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই মামাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগীর গৃহবধূর বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার দমদমা গ্রামের মৃত কাজী আমজাদ হোসেনের ছেলে কাজী শাহিন (৫৫), তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন (৫০) ও ফরহাদের স্ত্রী নারগিস বেগম (৩৭)।

মামলা সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বাড়িতে ছাগল প্রবেশ করায় ওই গৃহবধূর সঙ্গে মামা শ্বশুরে ঝগড়া হয়। এর জেরে ১৬ আগস্ট রাত ৯টায় ঘরে ঢুকে তাকে মারধরের পর মাথার চুল কেটে দেন অভিযুক্তরা। ওই নারীর ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্বার করে তাকে হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মামলা রুজু হওয়ার পর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।