নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৮ আগস্ট ২০২১

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর বিলপাড় এলাকার পেট্রল পাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেল ৪টায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।

jagonews24

গ্রেফতাররা হলেন-মাধবদী থানার নরশ্বরদী এলাকার মৃত আ. রহমানের ছেলে আবু কালাম (৪৭), ডোকাদী এলাকার মৃত জমির আলীর ছেলে ইউনুছ আলী (৪৭), নরসিংদী সদরের ব্রাহ্মণপাড়ার মৃত বাদল মিস্ত্রীর ছেলে হালিম (৩১), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বগাদী এলাকার শামসুল হকের ছেলে মো. ইকবাল (২৬) ও বালিয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাকির হোসেন (৩০)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কোতালিচর বিলপাড় এলাকার একটি পেট্রল পাম্পের সামনে থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ কয়েক ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

jagonews24

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা করা হয়েছে।

সঞ্জিত সাহা/এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।