ফেরি বন্ধ, ট্রলারে মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৯ আগস্ট ২০২১

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা পৌনে ১১টা পর্যন্ত কোনো ফেরি চলেনি।

নদীতে দুর্ঘটনা এড়ানো ও পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ফেরি বন্ধ চলাচল রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। নৌরুটের বহরে থাকা ১৩টি ফেরি দুই ঘাটে নোঙর করা রয়েছে।

jagonews24

এদিকে ফেরি বন্ধ থাকায় সকাল থেকে লঞ্চে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। আর মোটরসাইকেলযোগে আসা যাত্রীরা মোটরসাইকেল নিয়ে ট্রলারে করে পাড়ি দিচ্ছেন পদ্মা। অন্যদিকে ফেরি বন্ধে শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশতাধিক পণ্যবাহী গাড়ি।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শিমুলিয়ায় তিনটি ফেরিঘাটে আটটি ফেরি নোঙর করা। তবে ঘাটে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম। নৌরুটে ৮৬টি লঞ্চ সচল রয়েছে। ফেরি বন্ধে যাত্রীদের উপস্থিতি বেড়েছে লঞ্চে। আর মোটরসাইকেলযোগে আসা যাত্রীরা মোটরসাইকেলসহ ট্রলারে করে ঝুঁকিপূর্ণভাবে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন।

jagonews24

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, নদীতে এখনো তীব্র স্রোত রয়েছে। স্রোত উপেক্ষা করে ফেরি চলাচল করা সম্ভব নয়। তাই দুর্ঘটনা এড়াতে নৌরুটের ১৩টি ফেরি দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। চারটি রোরো ফেরি অন্য নৌরুটে স্থানান্তর করা হয়েছে এবং দুটি নতুন রোরো ফেরি এ রুটে সংযুক্ত করা হয়েছে। স্রোতের তীব্রতা কমলে ফেরি চালনোর প্রস্তুতি রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।