দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৯ আগস্ট ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ের বিলগাথুয়া মধ্যপাড়ায় আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আবু বক্কর (৩৬) ও তার স্ত্রী মধুবালা (২৮) আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়। আবু বক্কর প্রাগপুর বিলগাথুয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালাম, বেকু ও রায়হান নামে তিনজনকে আটক করেছে।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, দুপুরে আবু বক্কর বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে স্ত্রীসহ আবু বক্কর আহত হন। সে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

আল-মামুন সাগর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।