কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ প্রতিষ্ঠানের জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২০ আগস্ট ২০২১

স্বাস্থ্যবিধি না মানা, নিম্নমান ও অস্বাস্থ্যকর খাবার রাখায় রেস্তোরাঁ ও আবাসিক হোটেলসহ ২১ প্রতিষ্ঠানের ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

fine1

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পটুয়াখালীর কুয়াকাটায় এ অভিযান চালানো হয়। এ সময় খাবার হোটেলে থাকা বেশকিছু অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার ধ্বংস করা হয়।

fine1

কলাপাড়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

fine1

সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত এ অভিযানে খাবার হোটেল মায়ের দোয়া বিরিয়ানি হাউজ, পটুয়াখালী জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, হোটেল সৈকত, হোটেল সি-কুইনসহ ছোট বড় ২১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

fine1

অভিযান শেষে জগৎবন্ধু মণ্ডল জানান, ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খোলা হয়। সে কারণে কুয়াকাটাতে আগত পর্যটকরা যাতে স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারে তাই এ অভিযান।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।