কক্সবাজারে করোনায় কেনিয়ার নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২০ আগস্ট ২০২১
ফাইল ছবি

কক্সবাজারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রিচার্ড (৫০) নামের আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) বিদেশি এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান।

রিচার্ড বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে ভর্তি হয়েছিলেন।

মারা যাওয়া রিচার্ড কেনিয়ার বাসিন্দা এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) কক্সবাজার অফিসের ম্যানেজার।

সদর হাসপাতালের আরএমও ডা. শাহীন জানান, রিচার্ড করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সর্বোচ্চ প্রচেষ্টার পরও তিনি মারা যান।

তিনি আরও জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এখনও তার বিস্তারিত পরিচয় হাতে আসেনি। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহটি হস্তান্তর করা হবে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, এনজিওর একজন বিদেশি কর্মকর্তা করোনায় মারা গেছেন বলে খবর পেয়েছি। খোঁজ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।