চলনবিল থেকে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল থেকে ইমন হাসান নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
ইমন চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বুধবার (১৮ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন ইমন।
ওই যুবকের স্বজনরা বলছেন, তার সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা ইমনকে খুন করে বিলে লাশ ফেলে রেখে গেছে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের কারণ সম্বন্ধে তারা এখনো নিশ্চিত নন।
ইমনের বাবা জাকির হোসেন বলেন, গত বুধবার (১৮ আগস্ট) রাতে ইমন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ইমন রাত ১০টার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে চাটমোহরের উদ্দেশ্যে রওয়ানা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। সারারাত বাড়ি না ফেরায় তারা অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
জাকির হোসেন আরও জানান, চলনবিলে লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তার ছেলে ইমনের মৃতদেহ শনাক্ত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপরে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে একজনের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন শুক্রবার বিকেলে বলেন, তরুণ অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, তরুণের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। কারা কেন তাকে হত্যা করেছে সে সম্পর্কে অনুসন্ধান চলছে। তবে তারা এখনো কোনো বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমিন ইসলাম/এমআরআর