খোকসায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:৩২ এএম, ২২ আগস্ট ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে গলায় খাবার আটকে হুসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটি মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার নাম রিফাত হোসেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় শিশুটির নানা তোফাজ্জেল ওরফে তোফা স্থানীয় হাট থেকে একটি ম্যাজিক লিচু এনে শিশু হুসাইনের হাতে দেন। শিশুটি ওই কৃত্রিম লিচু খাওয়ার চেষ্টা করলে গলায় আটকে যায়।

পরে পরিবারের লোকজন শিশুটিতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম ও ২ নম্বর ওয়ার্ড মেম্বর সান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শিশুটির নানা হাট থেকে একটি কৃত্রিম লিচু কিনে নাতিকে দেন। তার দেওয়া খাবার গলায় আটকে শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার রাকিব হাসান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।