বান্ধবীর জন্মদিনে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী (২২)। এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) দুপুরে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন ওই নারী।
এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের নন্দীরপাড়ে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার পর ভুক্তভোগী ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গুক্রবার রাত ৯টার দিকে ভিকটিম তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে সন্ত্রাসী ফরহাদ (২৫) পাঁচ-সাতজন সহযোগী নিয়ে ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামের এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তোলেন। পরে তাদের আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সন্ত্রাসীরা রাজনকে ছেড়ে দিলেও গৃহবধূকে আটক করে রাখেন এবং সহযোগীদের পাহারায় রাতে ফরহাদ তাকে ধর্ষণ করেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম