নলছিটিতে দুই মেয়েসহ ১২ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৩ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার মালিপুর এলাকার এক গৃহবধূ তার দুই মেয়েসহ ১২ দিন ধরে নিখোঁজ। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

গত ১২ আগস্ট নিখোঁজ হওয়া ওই গৃহবধূর নাম সাথি আক্তার। তিনি মালিপুর এলাকার সিদ্দিক হাওলাদারের স্ত্রী।

পরিবারের তরফ থেকে বলা হয়, সাথির খোঁজ চেয়ে নলছিটি ও ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তার সন্ধান পেলে মা নাছিমা বেগমের (০১৯৯৯৩৭৫১২৮) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মালিপুর গ্রামের সিদ্দিক হাওলাদারের স্ত্রী সাথি আক্তার দুই কন্যাসহ কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। সংশ্লিষ্টদের কাছে বেতার বার্তা পাঠানো হয়েছে। সন্ধান পেলেই তাকে উদ্ধার করা হবে।

এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।