ডেঙ্গু রোগীকে টাইফয়েডের চিকিৎসা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৩ আগস্ট ২০২১

নোয়াখালীর সেনবাগে সুজন (৩৩) নামে এক ডেঙ্গু রোগীকে টাইফয়েডের চিকিৎসা দেয়ার অভিযোগ উঠছে।

এ ঘটনায় সুজনের ভাই আবু নুর আহাদ নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৩ আগস্ট) রাতে আবু নুর আহাদ বলেন, ‘আমার ভাইকে সেবারহাট মেডিকেল সেন্টারের ভুল রিপোর্টের কারণে টাইফয়েডের চিকিৎসা দেয়া হয়। এতে তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে অন্য হাসপাতালের রিপোর্টে তার ডেঙ্গু হয়েছে বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘সুজন জ্বর নিয়ে সেবারহাট মেডিকেল সেন্টারে যান। সেখানে চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য টাইফয়েড ও ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষার পর টাইফয়েড শনাক্ত হয়েছে বলে রিপোর্ট দেয়া হয়। ওই রিপোর্টের আলোকে ডাক্তার রোগীকে টাইফয়েডের চিকিৎসা দেন। এতে রোগী আরও অসুস্থ হয়ে পড়ে।’

পরবর্তীতে রোগীকে মুমূর্ষু অবস্থায় অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা আবারও টাইফয়েড ও ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। দ্বিতীয় দফার রিপোর্টে সুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়

প্রায় এক সপ্তাহের চিকিৎসা শেষে সুজন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। রোগীর স্বজনরা এই ঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেছেন।

এ বিষয়ে সেবারহাট মেডিকেল সেন্টারের মালিক আবুল খায়ের বলেন, ‌‘কম্পিউটার অপারেটরের ভুলে টাইফয়েড শনাক্ত ও ডেঙ্গু নেগেটিভ রিপোর্ট দেয়া হয়েছিল।’

ইকবাল হোসেন মজনু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।