মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৪ আগস্ট ২০২১

নোয়াখালীর হাতিয়ায় নৌকায় ওঠার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে লিমা আক্তার (২) নামে এক শিশু।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

নিখোঁজ শিশু লিমা আক্তার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে শিশু লিমাকে কোলে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে ফিরছিলেন মা মেরিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০-১৫ জন নদীতে পড়ে যান। এ ঘটনায় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া শিশু লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়ার আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।

এদিকে কোলের শিশুকে হারিয়ে পাগলপ্রায় মেরিনা বেগম ও আজমির হোসেন দম্পতি। সন্তানের খোঁজ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।