অজ্ঞাতপরিচয় নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় নবজাতক এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) রাত ১১টায় বুড়িরচর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামে একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার ও সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে জলাশয়ে শিশুর মরদেহ ভাসতে দেখে হাতিয়া থানায় খবর দেন তারা। পরে রাত ১১টার দিকে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করেন। তবে তারা কেউ ওই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।