তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় ২৩ গরু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০২১

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৩ আগস্ট) গভীর রাতে ভজনপুর ইউনিয়নের ওই সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু এনে স্থানীয় মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিমের বাড়িতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাদের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়ায় উদ্ধার গরুগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।