ফেনীতে জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:২২ এএম, ২৫ আগস্ট ২০২১

ফেনীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. ইলিয়াস নামের একজন ইউপি সদস্য। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তাহীনতার কথা জানান তিনি।

সাংবাদিকদের ইলিয়াস জানান, ‌‘প্রবাস জীবন শেষে ইউপি সদস্য নির্বাচিত হয়ে আমি মানবসেবা করে যাচ্ছি। ১৬ আগস্ট সন্ধ্যায় বাথানিয়া এলাকার ৬-৭ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

‘পরে কর্তব্যরত চিকিৎসক আমাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হামলাকালে আমার ডান চোখের উপর আঘাতে মারাত্মক ক্ষতি হয়ে যায়। চিকিৎসকরা বলেছেন, হয়তো আমার চোখের সমস্যা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি ১৭ আগস্ট ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করি। মামলার ৮ দিন পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করছে না। আসামিরা এলাকায় প্রকাশ্যে আমাকে হত্যা করে লাশ গুমের হুমকি দিচ্ছে৷ আমি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদিকদের মাধ্যমে তিনি সংসদ সদস্য, ফেনীর জেলা প্রশাসক, পুুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেন।

নুর উল্লাহ কায়সার/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।