পাবনায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৫ আগস্ট ২০২১

পাবনা সদর উপজেলায় সুবর্ণা (১৪) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হাসপাতালে ভর্তির সময় পেট ব্যথার কথা বললেও মারা যাওয়ার পর ধর্ষণের দাবি করেন তার অভিভাবকরা। তবে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সুবর্ণা উপজেলার হামছিয়াপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে হামছিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক কিশোর সুবর্ণাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার অত্যাচারেই অতিষ্ঠ ছিল সুবর্ণা। এজন্য কিশোরীকে নানার বাড়ি পাঠিয়ে দেয় পরিবার। সেখানে থেকেই সে পড়াশোনা করত। কয়েকদিন আগে সুবর্ণা নিজ বাড়িতে আসে। বুধবার দুপুরে সুবর্ণার মা তাকে ঘরে একা রেখে ডোবায় পাট ধোয়ার কাজে যায়। এ সুযোগে ওই কিশোর সুবর্ণাকে ধর্ষণের পর পালিয়ে যায়। এ সময় সুবর্ণা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সুবর্ণাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু জাফর সন্ধ্যা ৭টার দিকে জানান, ওই স্কুলছাত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তার মা জানিয়েছিলেন মেয়ের তলপেটে খুব ব্যথা হচ্ছে। সে অনুযায়ী তাকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসকরা ধারণা করেন খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হতে পারে। তার পাকস্থলী ওয়াশও করা হয়। কিন্তু মেয়েটির অবস্থা অবনতি হতে থাকে। তখন তার মা জানান, হাসপাতালে আনার কিছু সময় আগে সে ধর্ষণের শিকার হয়েছে।

ডা. আবু জাফর আরও জানান, ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে যায়। শুরুতেই তার মা ধর্ষণের ঘটনাটি বললে তাকে গাইনি ওয়ার্ডে নিয়ে সে মোতাবেক চিকিৎসা করা যেত। হয়তোবা মেয়েটি প্রাণে বেঁচে যেত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। চিকিৎসকদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।