স্ত্রীদের যৌতুক মামলা: নোয়াখালীর দুই কলেজশিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৩ এএম, ২৬ আগস্ট ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও কোম্পানীগঞ্জের দুই কলেজশিক্ষককে বরখাস্তের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক অফিস আদেশে এ দুই শিক্ষককে বরখাস্ত করে।

আদেশে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় জেল হাজতে থাকা সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদার এবং যৌতুকের মামলায় আদালতে অভিযোগ গঠনের পর প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমীনকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদারের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী খোদেজা বেগম লাকী। ওই আইনের ১১ (গ) ৩০ ধারায় দায়ের করা মামলায় গত ৩০ মার্চ তাকে জেল হাজতে পাঠানো হয়। বর্তমান চাকরি আইনের (২০১৮) ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রচলিত নিয়মে তিনি এসময় খোরপোষ ভাতা পাবেন।

jagonews24

অপর আদেশে বলা হয়, নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমীনের বিরুদ্ধে তার স্ত্রী সাদিয়া ফারজানা গত বছর ৪ অক্টোবর চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী করা মামলায় গত ১১ জানুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত মোহাম্মদ মোস্তফা আল আমীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে তিনি প্রচলিত নিয়মে খোরপোষ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।