নোয়াখালীতে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ মো. আমির হামজা নাহিদ নামে একজনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জুনুদপুর বাজারের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন ও ১১০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব।

গ্রেফতার মো. আমির হামজা নাহিদ (২২) সোনাইমুড়ী উপজেলা মিলারহাট এলাকার কালুয়াই গ্রামের মৃত নুরনবীর ছেলে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় র‌্যাব-৩ এর পরিদর্শক (শহর ও যানবাহন) ডিএডি মুহম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেফতার আমির হামজা নাহিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় দুটি মামলা করেছেন। মো. আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।