এবার সাগরে ধরা পড়লো ৪ মণের বিরল প্রজাতির ‘ব্ল্যাক মার্লিন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৮ আগস্ট ২০২১

সেইল ফিশের পর এবার বঙ্গোপসাগরে ধরা পড়েছে চার মণ (১৬০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি ব্ল্যাক মার্লিন। শুক্রবার (২৭) রাতে আনিস মাঝির জালে মাছটি ধরা পড়ে।

শনিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাছটি পটুয়াখালীর মহিপুরের টুস্টার ফিশ গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় বিরল প্রজাতির এই মাছ দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

jagonews24

আনিস মাঝি বলেন, এজাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। এ মাছের স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, ব্ল্যাক মার্লিন সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরণ করে না। এ মাছ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের চাহিদা রয়েছে।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার দুই জেলের জালে ১৫টি পাখি (সেইল ফিশ) মাছ ধরা পড়ে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।