প্রিয়াঙ্কার বাসায় যাওয়াই কাল হলো রিগ্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২১

রাজধানীর ভাটারায় রিগ্যান রোজারিও (২৫) নামে এক যুবককে প্রেমিকার বাসায় ডেকে নিয়ে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকা প্রিয়াংকা গমেজ (২০) ও তার বাবা জীবন গমেজকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বনপাড়া পৌর শহরের সাগরের মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ওইদিন রাতেই তাদের ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করে বড়াইগ্রাম থানা পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে ভাটারা এলাকার ছোলমাইদ মহল্লার ছয়তলা ভবনের তিনতলা থেকে জীবন গমেজের ভাড়া বাসার তালা ভেঙে রুমে ঢুকে রিগ্যানের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বোন আলো রোজারিও প্রিয়াংকা ও তার বাবা জীবনসহ অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওসি মুক্তারজ্জামান আরও বলেন, ধারণা করা হচ্ছে রিগ্যানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক রয়েছে। যা বাবা মেনে নিতে পারেনি। মেয়ের কাছ থেকে সরে যাওয়ার জন্য বাবা তাকে কৌশলে ডেকে নিয়ে মদপান করিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার মৃত্যু হলে তারা কী করবে ভেবে না পেয়ে বাসার তালা দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। তবে মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।