ফেনী সদর উপজেলার অস্থায়ী চেয়ারম্যান শহীদ খোন্দকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০২১

ফেনী সদর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন একে শহীদুল্লাহ খোন্দকার। বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম বার্ধক্যজনিত কারণে ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। ফলে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যানকে (১) অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

একে শহীদুল্লাহ খোন্দকার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাড়াও ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও আইডিয়াল একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে একে শহীদুল্লাহ খোন্দকার বলেন, সঠিক ও সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কমনা করছি।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।